হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বাড়িতে টয়লেট বানানোকে কেন্দ্র করে বড় ভাইয়ের দায়ের কোপে গুরুতর আহত ছোট ভাই মুফতি আব্দুল আহাদ মারা গেছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃতুবরণ করেন।
পুলিশ জানায়, উপজেলার বহরা ইউনিয়নের মেরাশানী গ্রামে ইউনুছ আলীর ছেলে ইদন মিয়া ও মুফতি আব্দুল আহাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার আব্দুল আহাদ বাড়িতে একটি টয়লেট বানানোর উদ্যোগ নিলে তার বড় ভাই ইদন মিয়া বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের ঝগড়া হয়। একপর্যায়ে বড় ভাই ছোট ভাইকে দা দিয়ে আঘাত করেন। গুরুতর আহত আব্দুল আহাদকে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ রবিবার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে ইদন মিয়াকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে।
Leave a Reply