হবিগঞ্জের মাধবপুরে ‘লাগাবো গাছ বাঁচাবো পরিবেশ-গড়বো সবুজ শ্যামল বাংলাদেশ’-এ স্লোগানকে সামনে রেখে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৯ পালিত হয়েছে।
মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব, থানা ভবন ও রাস্তায় গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সুফল মোদক, জ্যেষ্ঠ সহকারী পরিচালক অজয় রায়, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তৈমুছ আলী, অমিত সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আল আমীন মিয়া, সহ সম্পাদক টনি রায়, শিমুল রায়, সহ দফতর সম্পাদক এইচ এম আলমগীর, প্রচার সম্পাদক গিরিধন সরকার, ব্রাহ্মণবাড়ীয়া জেলা কমিটির সদস্য দীপংকর মোদক, সজিব রায়, উজ্জ্বল রায় এবং মাধবপুর উপজেলা কমিটির সদস্য হোসাইন রিয়াদ ও সাইফুল ইসলাম শাহিন।
Leave a Reply