মাধবপুর প্রতিনিধি : ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৫ জয়িতাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জাহিদ বিন কাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো সোহেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো নূর মামুন ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী।
পড়ে ৫ জয়িতার হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।