মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা দৈনিক যুগান্তর ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নূরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাধবপুর প্রেসক্লাবে দৈনিক যুগান্তর পত্রিকার মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্করের উদ্যোগে এবং মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক-তদন্ত আমিনুল ইসলাম, সাংবাদিক আলাউদ্দিন আল রনি ও মো আইয়ুব খান।
দোয়া পরিচালনা করেন, সাংবাদিক কে এম সামসুল হক।
Leave a Reply