মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় ৩২ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন ও মহাযজ্ঞ শুরু হয়েছে।
শুক্রবার ভোর থেকে আদাঐর গ্রামের শ্রীগুরু চৈতন্য সংঘের উদ্যোগে শ্রী শ্রী দেবব্রত গোস্বামীর মন্দিরে ৫০তম এই বার্ষিক উৎসব গীতা পাঠের মাধ্যমে উৎসব শুরু হয়। আগামী সোমবার পর্যন্ত উৎসব চলবে।
প্রথম দিনেই কয়েক হাজার ভক্ত আশ্রমে ভিড় করেন। খুলনা, নরসিংদী, চট্টগ্রাম, ভোলা ও সিলেট থেকে বিভিন্ন দল এসে কীর্ত্তন পরিবেশন করবে। উৎসবে পুলিশ, গ্রামপুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজদারি রয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দেবব্রত গোস্বামী আশ্রমের কীর্ত্তনে শান্তিশৃঙ্গলা বজায় রাখতে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এছাড়া গোয়েন্দা নজরদারিও অব্যাহত আছে।
Leave a Reply