মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমোহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এক কৃষকের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার, ২২ জুলাই গভীর রাতে বিষ্ণুপুর গ্রামের আব্দুল আলীর একটি ঘরে আগুন লাগলে বাড়ির লোকজনের চিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
কৃষক আব্দুল আলী জানান, একই গ্রামের এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ চলছে। সেই ব্যক্তির লোকজন রাতের আঁধারে আগুন লাগাতে পারে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply