হবিগঞ্জ প্রতিনিধি : বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী হবিগঞ্জের মাধবপুরে ৫টি চা বাগানে চা শ্রমিক ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির এককালীন অনুদান, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষা উপবৃত্তি বিতরণ করেছেন।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি চা শ্রমিক ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ৪ হাজার ৫শ ১৪ জন সদস্যের হাতে অনুদান, ভাতা ও শিক্ষা উপবৃত্তি হিসেবে ২ কোটি ৫৩ লাখ ৪ হাজার টাকা তুলে দেন।
এ উপলক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা রানী দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, জেলা সমাজসেবা উপ পরিচালক হাবিবুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, শাহাব উদ্দিন, ফারুক পাঠান, আপন মিয়া ও আরিফুর রহমান আরিফ। সঞ্চালনায় ছিলেন, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান।
Leave a Reply