মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ বিদেশী মদ ও বিয়ারসহ ইমরান মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ তালুকদার আউলিয়াবাদ রাস্তায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা আটক করে এর ভিতর থেকে ৪০ বোতল বিদেশী মদ ও ১৮টি বিয়ার ক্যান উদ্ধার করেন।
এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অপরাধে উপজেলার কমলপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে ইমরান মিয়াকে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
Leave a Reply