মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দু’টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার ও গাঁজাসহ ২ কারবারিকে আটক করেছে।
মঙ্গলবার ভোররাতে তেলিয়াপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার নূরুজ্জামানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মাধবপুর উপজেলার এক্তারপুর গ্রামের সুরত আলীর ছেলে শাহজাহান মিয়া ও বনগাঁও গ্রামের আব্দুর শুক্কুর মিয়ার ছেলে হাসান মিয়াকে আটক করে।
এছাড়া প্রায় একই সময়ে তেলিয়াপাড়া বিজিবি ক্যাম্পের টহলদল বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করে। এর মধ্যে রয়েছে, ফেন্সি চকলেট ২৫৮ প্যাকেট, মজনু ২৩৬ প্যাকেট, কালার কালেকশন ১৫ প্যাকেট, স্টার ফান্ডা ২০ প্যাকেট ও কিং কোবরা ২ হাজার ৪৮০ প্যাকেট।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী অভিযান দু’টির ব্যাপারে নিশ্চিত করেছেন।
Leave a Reply