মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মোস্ট ওয়ানটেড আসামি অভিজিত পাল ও তার সহযোগীকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, সোমবার ভোররাতে মনতলা বিওপির বিজিবি সদস্যরা বহরা ইউনিয়নের উত্তরশিক গ্রামে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা সহ মাধবপুর পৌর এলাকার অজিত পালের ছেলে অভিজিৎ পাল ও উপজেলার কমলপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে ইমরান হোসেনকে আটক করে। সোমবার সকালে তাদেরকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারতীয় শাড়ি, মোবাইল ফোন ও মাদক এনে ব্যবসা করছিল।
দুপুরে দু’জনকে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে।
Leave a Reply