মাধবপুর প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জগদীশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মাহিন, আশিক মিয়া ও হোসেন মিয়াকে মাধবপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকার লোকজন জানান, কিশোরগঞ্জ থেকে একটি বাসে করে যাত্রীরা সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে জিয়ারত করতে যাচ্ছিলেন। পথে মাধবপুর উপজেলার জগদীশপুর নামক স্থানে একটি হোটেলের সামেন দাঁড়ালে পিছন দিক থেকে একটি বালু বোঝাই ট্রাক বাসটিকে ধাক্কা দিলে সামনে থাকা একটি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে। এতে বাসের ১০ যাত্রী আহত হয়।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আহত বাসযাত্রীদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।
Leave a Reply