মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মুক্তার হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত এবং চালক শাহজাহান আহত হয়েছেন।
রবিবার দুপুরে শাহজীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের আদিল হোসেনের ছেলে।
এলাকার লোকজন জানান, দুপুরে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস শাহজীবাজার এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মুক্তার হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক শাহজাহান। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply