মাধবপুর প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে বাসের ধাক্কায় আবদাল মিয়া (৪০) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, এনজিও আশার নয়াপাড়া ব্রাঞ্চের মাঠকর্মী আবদাল মিয়া ছাতিয়াইন এলাকায় কাজ শেষে অফিসে ফেরার পথে মহাসড়কের পাশে মোটর সাইকেলে বসে এক পরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জমুখী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আবদাল মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের রজব আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
Leave a Reply