মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলাবই গ্রামের কুয়েত প্রবাসীর বাসার ছাদ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৪৯০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে।
বুধবার সকালে কুয়েত প্রবাসী আয়াত আলীর ভাই ইউনুছ আলী আয়াত আলীর বাসার ছাদে কাজ করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গাঁজা ও ফেন্সিডিল দেখে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন।
ইউপি সদস্য মুসা মিয়া ধর্মঘর বিজিবি ক্যাম্পে বিষয়টি জানালে দুপুর ১২টার দিকে ধর্মঘর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদসহ একদল বিজিবি সদস্য আয়াত আলীর বাড়িতে অভিযান চালিয়ে বাসার ছাদ থেকে এগুলো উদ্ধার করেন।
Leave a Reply