মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সোমবার উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের আবুল কালামের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ও মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগ করা হয়েছে, আবুল কালামের সঙ্গে উত্তর নোয়াপাড়া গ্রামের খেলু মিয়ার ছেলে টিপু মিয়া ও আব্দুর রহমানের ছেলে খেলু মিয়ার বালুর ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনার ব্যাপারে আবুল কালামের মা রহিমা বেগম বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেছেন।
ওসি জানান, এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply