মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকার কাটিয়ারা সরস্বতি পূজামণ্ডপে হামলা ও মারপিটের মামলার অন্যতম আসামি লুটন দাস প্রকাশ্যে ঘুরে বেড়াচেছ। হুমকি দিচ্ছে মামলার বাদিকে। বাদি ও হামলায় আহতরা দ্রুত তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
মামলার বিবরণে অভিযোগ করা হয়েছে, কাটিয়ারা এলাকায় রবীন্দ্র পালের বাড়িতে সরস্বতি পূজামণ্ডপে গত ১৭ ফেব্রুয়ারি রাতে হামলার ঘটনা ঘটে। এতে মিঠুন পাল, জুয়েল রায়, আকাশ পাল, বাপ্পি পাল, সুহেল রায় ও পংকজ পালসহ কয়েকজন আহত হন।
এ ঘটনায় চন্দন পালের ছেলে মিঠুন পাল বাদি হয়ে ২৫ ফেব্রুয়ারি মিঠুন দাস, তার দুভাই প্রভু দাস ও লুটন দাসসহ ১৪ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে দুজন গ্রেফতার হলেও মামলার ৩ নম্বর আসামি লুটন দাস এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এমনকি মোবাইলও ফোন ব্যবহার করছে।
মামলার বাদি মিঠু পাল জানান, আসামি ও তাদের পক্ষের লোকজন হুমকি দিচ্ছে, বাদিপক্ষের লোকজনকে মাদক মামলা দিয়ে ফাঁসিয়ে দেবে। এব্যাপারে আদালতে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
মাধবপুর থানার যোগাযোগ করা হলে এসআই ফজলে রাব্বি জানান, হুমকির বিষয়টি তার জানা নেই। তবে সকল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply