মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বাকিতে মাছ না দেওয়ায় তিন ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর সড়ক বাজারে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় শিমুলঘর গ্রামের নেপাল ভৌমিকের ছেলে অমুল্য ভৌমিক, পরিমল ভৌমিক ও নীলমোহন ভৌমিককে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন অমূল্য সরকার জানান, তার ভাই নীলমোহন ভৌমিক বিক্রির জন্য মাছ নিয়ে যাবার পথে শিমুলঘর গ্রামের শেখ খায়রুল বাকিতে মাছ কিনে নিতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। এর জের ধরে শেখ খায়রুল ও তার লোকজন তার উপর হামলা চালায়। এ সময় অমূল্য ভৌমিক ও পরিমল ভৌমিক এগিয়ে গেলে তাদের উপরও হামলা করা হয়।
ছাতিয়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন। যাদের উপর হামলা করা হয়েছে তারা নিরীহ মানুষ।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply