মাধবপুর প্রতিনিধি : সারা দেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুরেও হিন্দুদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।
হিন্দু ধর্মমত ও রীতি অনুসারে অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা-এই ত্রিমূর্তিধারী রথ টেনে শোভাযাত্রা করা হয়।
মাধবপুর উপজেলার ঘিলাতলী আখড়া, নোয়াপাড়া ও তেলিয়াপাড়া চা বাগানে মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রথযাত্রা উৎসব শুরু হয়। অনুষ্ঠানাদির মধ্যে রয়েছে, হরিনাম সংর্কীতন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা সভা।
শুক্রবার বিকেলে তেলিয়াপাড়া চা বাগানে সনাতন ধর্মের অনুসারীরা ঢোল, কাঁসা ও ঝুনঝুনি সহ নানা রকম বাদ্য বাজিয়ে আনন্দ করেন। এতে সববয়সের নারী-পুরুষ-শিশু অংশ নেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শান্তিপূর্ণ ভাবে রথযাত্রা সম্পন্ন হয়েছে।
Leave a Reply