মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বৈধ কাগজপত্র না থাকায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার ও একটি হাসপাতাল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছ্
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে মাধবপুর পৌর এলাকার ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযানকালে অবৈধভাবে পরিচালনা ও লাইসেন্স নবায়ন না করার অভিযোগে সেবা ডায়াগনস্টিক, এ্যাপেলো ডায়াগনস্টিক, হক ডায়াগনস্টিক, প্রাইম ডায়াগনস্টিক ও তিতাস শিশু জেনারেল হাসপাতালকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিন ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা ইশতিয়াক আল মামুন।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।
Leave a Reply