মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে।
বুধবার বিকেলে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার-ভুমি মো মহিউদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুকোমল রায় ও প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান।
উদ্বোধনী খেলায় ধর্মঘর ইউনিয়ন পরিষদ একাদশ ২-০ গোলে উপজেলা প্রশাসন একাদশকে পরাজিত করে।
Leave a Reply