মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে আল আমিন হৃদয় (১৮) নামের এক যুবকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে।
সে উপজেলার বেলাপুর গ্রামের আলম মিয়ার ছেলে। সোমবার দুপুরে ব্যাঙ্গাডুবা গ্রামে এ ঘটনা ঘটে। ফ্যানের সঙ্গে মরদেহটি ঝুলানো ছিল।
এলাকাবাসী ও পুলিশ জানায়, চৌমুহনী ইউনিয়নের বেলাপুর গ্রামের আলম মিয়া তার পরিবার নিয়ে উপজেলার ব্যাঙ্গাডুবা গ্রামের লস্কর ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকতো।
আল আমিনের ভাই দুর্জয় জানায়, আল আমিন সায়হাম নিট কম্পোজিটে চাকরি করতো। ৭/৮ মাস পূর্বে চাকরি ছেড়ে দেয়। দুর্জয় ঘরের জানালা দিয়ে ভাইকে ঝুলতে দেখে চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।
মাধবপুর থানার এসআই আবুল কাশেম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply