মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ফেন্সিডিল ও মদ সহ ২ পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার জগদীশপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
তারা হলো, জগদীশপুর এলাকার গোবিন্দ শীল (২৯) ও উত্তর সুরমা গ্রামের ফয়সল মিয়া (২৭)।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, গোপন সূত্রে খবর পেয়ে এ অভিযান চালানো হয়। এতে গোবিন্দ শীল ও ফয়সল মিয়ার নিকট থেকে ৯ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল ভারতীয় মদ লেমন উদ্ধার করা হয়েছে।
Leave a Reply