মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল ও গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে।
শুক্রবার ভোররাতে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই দু’জনকে আটক করা হয়।
তারা হলো, উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের জহর আলীর ছেলে সুজাত মিয়া ও আব্বাস আলীর ছেলে মো সাগর মিয়া।
ধর্মঘর কোম্পানি কমান্ডের হাবিলদার গোলাম মোস্তফার নেতৃত্বে একদল বিজিবি সদস্য মেহেরগাঁও গ্রামে অভিযান চালিয়ে ৩৬ বোতল নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল, ৬ কেজি গাঁজা ও ২টি শালসহ তাদেরকে আটক করে। তবে এসময় অন্য কয়েকজন কারবারি পালিয়ে যায়।
Leave a Reply