মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ফেন্সিডিল ও গাঁজাসহ ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।
শনিবার সকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মোস্তফাসহ একদল পুলিশ মাধবপুর-ধর্মঘর সড়কের হরিণখোলা এলাকায় অভিযান চালিয়ে ৫২ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ এ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ইব্রাহিম খলিল ওরফে আকাশ ও মাধবপুর উপজেলার বড়ুরা গ্রামের নানু মিয়ার ছেলে রাব্বি মিয়া ওরফে হোরন আলী।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
Leave a Reply