মাধবপুর প্রতনিধি : হবিগঞ্জের মাধবপুরে অটোরিক্সা দিয়ে ফেন্সিডিল পাচারের সময় অটোরিক্সা সহ ৪ পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার দুপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে কাশিমনগর-কালিকাপুর সড়কের হবিবপুর এলাকা থেকে ১০২ বোতল ফেন্সিডিল সহ এই ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রিপন মিয়া, শিবনগর গ্রামের ধনু মিয়ার ছেলে ওসমান গণি, দ্বীন-মনিপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে আল আমিন ও অটোচালক চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর গ্রামের এরশাদ মিয়ার ছেলে রুকন মিয়া। মাদক পাচারে ব্যবহৃত অটোরিক্সাটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply