মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকার ভর্তি ফেনসিডিল সহ ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
রবিবার সকালে উপজেলার তেলিয়াপাড়া রেল স্টেশন এলাকা থেকে জনতার সহায়তায় সড়কে ব্যারিকেড দিয়ে এ দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী জেলা সদরের উত্তর সাটিরপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে শরীফ মিয়া ও আব্দুল মোতালেবের ছেলে আবু বক্কর সিদ্দিক।
মাধবপুর থানার ওসি গোলাম দস্তগীর জানান, গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তাফা ও এসআই রাকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকুতরা চিহ্নিত মাদক চোরাকারবারী। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়।
Leave a Reply