নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক তরুণীকে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামিকে নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করেছে।
র্যাব ৯ জানায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে এক বখাটে যুবক এক তরুণীকে হত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় হবিগঞ্জ সদর হাসপাতালে। পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
এ ঘটনায় ৬ জনকে আসামি করে ২৫ এপ্রিল তরুণীর বাবা বাদি হয়ে মাধবপুর থানায় একটি হত্যার চেষ্টা মামলার এজাহার দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব ৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় মামলার প্রধান আসামি মাহাবুবুর রহমান ওরপে সুমন মিয়কে (২২, পিতা মারুফ মিয়া, মানিকপুর, শাহজিবাজার, মাধবপুর, হবিগঞ্জ) বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মাহবুবুর রহমান জানায়, কয়েক মাস ধরে বিভিন্নভাবে সে তরুণীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল; কিন্তু সাড়া না পেয়ে একাধিকবার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রাণনাশেরও হুমকি দেয়। এতেও কোন ফল না পেয়ে ১৯ এপ্রিল রাত আনুমানিক ৩টায় তরুণী সেহেরি খাওয়ার জন্য বসতঘর থেকে বের হয়ে হাতমুখ ধোয়ার জন্য টিউবওয়েল থেকে পানি আনতে গেলে অন্য আসামিদের সহযোগিতায় তার উপর ঝঁপিয়ে পড়ে। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করে। তবে তার চিৎকারে পরিবারের সদস্য সহ আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
Leave a Reply