মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহিদমিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার সকালে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র আচার্য্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দুলাল খাঁ, পরিচালনা কমিটির সদস্য সুরঞ্জন সরকার, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, নারী কাউন্সিলর স্বপ্না পাল, প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাল, সহকারী শিক্ষক ডলি প্রভা রায়, শুক্লা সরকার ও বীণা রাণী ভৌমিক।
ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র আচার্য্য জানান, উপজেলায় ১৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে শহিদমিনার নির্মাণ করা হচ্ছে। আগামী একুশে ফ্রেরুয়ারি সকল শহিদমিনার উদ্বোধন করা হবে।
Leave a Reply