মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ও দুই মেয়ে আহত হয়েছেন।
ছাতিয়াইন গ্রামের সমসু মিয়ার স্ত্রী আহত সাবেনা আক্তার চিকিৎসাধীন অবস্থায় জানান, একই গ্রামের সাবেক ইউপি মেম্বার ফকির চাঁন মিয়ার ছেলে সুলতান মিয়া ও তার ভাতিজা ইসমাইল মিয়ার লোকজন মঙ্গলবার বিকেলে পূর্ব শক্রতার জের ধরে তাদের বাড়িতে হামলা চালিয়ে তিনি এবং তার দুই মেয়ে সুমা আক্তার (১৯) ও রুমা আক্তারকে (২০) পিটিয়ে আহত করে। হামলাকারীরা সুমা আক্তারের বিয়ের জন্য ঘরে রাখা ১ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আহতদেরকে মাধবপুর উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। টাকা ও স্বর্ণলংকার লুট হয়েছে কি না তদন্ত করে বলতে হবে।
মাধবপুর থানার ওসি মো ইকবাল হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply