মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের হেলাল মিয়ার সঙ্গে একই গ্রামের সফর আলী ও তাজুল ইসলামদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গত ৫ ডিসেম্বর সফর আলী ও তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হেলাল মিয়া ও তার স্বজনদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এছাড়া ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় হেলাল মিয়া বাদি হয়ে ১১ ডিসেম্বর হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
হেলাল মিয়া জানান, গত ৫ ডিসেম্বরেএলাকায় শফিক মিয়া নামে এক ব্যক্তি মারা গেলে প্রতিপক্ষের লোকজন এই মৃত্যুকে ভিন্নখাতে প্রবাহিত করতে তাদের নামে হত্যা মামলা দায়ের করতে চেষ্টা করছে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মামলাটির কোনো নথি থানায় আসেনি। আর কোন ব্যক্তি স্বাভাবিকভাবে মারা গেলে ভিন্ন খাতে প্রবাহিত করার সুযোগ নেই।