মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামে প্রকাশ্য দিবালোকে প্রবাসীর ঘর গুড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ দিনেও কেউ গ্রেফতার হয়নি।
পূর্ব বিরোধের জের ধরে শনিবার, ২৯ এপ্রিল সকালে সৌদি প্রবাসী জালাল মিয়ার ঘর প্রভাবশালীরা প্রকাশ্য দিবালোকে গুড়িয়ে দেয়। অনেকের চোখের সামনে সংঘটিত এ ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় জালাল মিয়ার স্ত্রী ছালেমা খাতুন বাদি হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
ঘর গুড়িয়ে দেওয়ায় তিন মেয়ে ও দুই ছেলেকে নিয়ে ছালেমা খাতুন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
Leave a Reply