মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার গাংগাইল গ্রামে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর ও একজন আহত হয়েছে ।
মাধবপুর থানায় দেওয়া একটি লিখিত অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার বহরা ইউনিয়নের গাংগাইল গ্রামের ছফি উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিনের সঙ্গে একই গ্রামের সুরুজ আলীর ছেলে আব্দুল বাছিরের জায়গা জমি নিয়ে বিরোধ চলছে।
এর জের ধরে মঙ্গলবার দুপুরে আশরাফ উদ্দিনের ভাই গিয়াস উদ্দিন বাড়ির পাশে পুকুরপাড়ে গেলে আব্দুল বাছিরের লোকজন তাকে ধাওয়া দেয়। পরে আশরাফ উদ্দিনের বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ভাংচুর ও গিয়াস উদ্দিনকে পিটিয়ে আহত করে। তাকে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হবে।
Leave a Reply