হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ ৩০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বাঘাসুরা গ্রামের আব্দুল আলীর ছেলে কাজল মিয়ার সাথে একই গ্রামের হাছন আলীর ছেলে নাছির মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধে চলছিল। স¤প্রতি ফুটবল খেলা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ ব্যাপারে এলাকার লোকজন সালিশ বৈঠকের চেষ্টা করে যাচ্ছিলেন।
এ অবস্থায় শনিবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের খবর পেয়ে এলাকার মুরব্বিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
Leave a Reply