মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশ, র্যাব ও বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা উদ্ধার সহ ৬ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাতে উপজেলার কাশিমনগর ফাঁড়ি পুলিশ মনতলা রাবার ড্যাম এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল সহ মিলন মিয়া, আবেদা বেগম ও তৃতীয় লিঙ্গের মাসুম মিয়াকে গ্রেফতার করে।
একই রাতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিকদল মাধবপুর উপজেলার মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা সহ শাহাব উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এদিকে গভীর রাতে বর্ডরগার্ড বাংলাদেশ-বিজিবি ধর্মঘর কোম্পানির একদল জওয়ান ৪১ পিস ইয়াবা সহ রফিক ও শামীম নামের দুইজনকে গ্রেফতার করেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, র্যাব ও বিজিবি পৃথক দুটি মামলাও দায়ের করেছে।
Leave a Reply