মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ৮০ বোতল ফেন্সিডিল সহ এক মহিলাকে পুলিশ আটক করেছে।
বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রাহাদ খান সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মনোয়ারা বেগম নামের এই মহিলাকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার শরীরে বাধা অবস্থায় ফেন্সিডিলগুলো যাওয়া যায়।
মাধবপুর থানার ওসি-তদন্ত গোলাম দস্তগীর আহম্মেদ জানান, মনোয়ারা বেগম কিশোরগঞ্জের ভৈরব থানার ভৈরবপুর গ্রামের শরীক্কা হাটির আবুল কাশেমের স্ত্রী। তার বিরুদ্ধে ভৈরব থানার ৪টি ও নরসিংদীর শিবপুর মডেল থানায় একটি মাদক মামলা রয়েছে।
মাধবপুর থানায়ও মাদক আইনে একটি মামলা হয়েছে।
Leave a Reply