রাজীব দেব রায় রাজু, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে মৃত্যুর প্রায় সাড়ে ৩ মাস পর পুনরায় ময়নাতদন্তের জন্যে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ইটাখোলা গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক মণ্ডল ও হবিগঞ্জ পিবিআইয়ের ইন্সপেক্টর শরিফ মো রেজাউল করিমের উপস্থিতিতে মরদেহটি কবর থেকে তোলা হয়।
গত ৭ জুন রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের হেবজুর রহমানের ছেলে সাইফুর রহমান মুর্শেদের রহস্যজনক মৃত্যু হয়। মাধবপুর থানা পুলিশ পরদিন সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সাইফুর রহমান মুর্শেদের মৃত্যুর ঘটনায় তার বড়ভাই শফিকুল ইসলাম শামীম বাদি হয়ে সাইফুর রহমান মুর্শেদের স্ত্রী উপজেলার খড়কি গ্রামের আব্দুস শহীদের মেয়ে পরিবার পরিকল্পনা বিভাগের পরিবারকল্যাণ সহকারী হাসিনা আক্তার হাসিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া ময়না তদন্ত প্রতিবেদনের সঙ্গে সুরতহাল রিপোর্টের অমিল রয়েছে বলে পরিবার থেকে দাবি করা হয়েছে।
পরবর্তী সময়ে বাদি মরদেহের পুনঃরায় ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আবেদন জানালে বিচারক তা গ্রহণ করে হবিগঞ্জ পিবিআইকে মামলাটি তদন্ত করার নির্দেশ দেন।
আদালতের নির্দেশেই পুলিশ কবর থেকে মরদেহ উত্তোলন করে।
Leave a Reply