মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর-মনতলা সড়কে পিকআপ ভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে আলাকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন পিকআপ ভ্যান যাত্রী বানিয়াচং উপজেলার হাবিব মিয়া (৪০) ও নোয়াখালির খানপুর গ্রামের দিদার (৫০)। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রড বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি খাদে পড়ে যায়।
Leave a Reply