মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু হয়েছে।
রবিবার দুপুরে পিআইওর অনিয়ম ও দুর্নীতির খোঁজখবর নিতে মাধবপুরে আসেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মহাপরিচালক আতিকুল ইসলাম ও হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান। প্রাথমিক তদন্তে মাসুদুল ইসলামের বিরুদ্ধে ১ কোটি ৬২ লাখ টাকার দুনীতির তথ্য পাওয়া গেছে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মহাপরিচালক ও হবিগঞ্জের জেলা প্রশাসকের সফরের কথা নিশ্চিত করে জানান, আমেনা খাতুন নামের একজন ম্যাজিস্ট্রেটও এসেছিলেন। তারা খোঁজখবর নিয়ে গেছেন।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জালের অভিযোগে শুক্রবার পিআইও মাসুদুল ইসলামকে পুলিশ আটক করে। পরদিন গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।
Leave a Reply