মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পাওনা টাকা ফেরৎ চাওয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার তুলশীপুর বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার তুলশীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খন্দকারের ছেলে তরুণ ব্যবসায়ী সজিব খন্দকারের বরুড়া গ্রামের আব্দুস শহীদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম আরিফের কাছে ৩ হাজার ১০০ টাকা পাওনা ছিল। সজিব খন্দকার এদিন সাইফুল ইসলাম আরিফের কাছে টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ সাইফুল ইসলাম সজিব খন্দকারকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সজিব খন্দকারকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত সজিব খন্দকার জানান, ছুরিকাঘাতের সময় সাইফুল ইসলাম আরিফের দুই ভাই উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম আরিফ জানান, সজিব খন্দকারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। কিন্তু কে তাকে ছুরিকাঘাত করেছে সেটা তিনি জানেননা।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনার ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার খবর পেয়ে এসআই দেবাশীষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply