মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজার এরিয়া ইনচার্জ মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, মাধবপুর উপজেলা চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান। প্রতিষ্ঠানের জোনাল ইনচার্জ অজিত চন্দ্র দাসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চিফ জোনাল ম্যানেজার ও জোন প্রধান সেলিম খান, সহকারী জোনাল ইনচার্জ শফিকুল ইসলাম ও জোনাল ইনচার্জ আশরাফ আলী।
পরে ৩৫ জন গ্রাহকের মধ্যে চেক বিতরণ করা হয়।
Leave a Reply