মাধবপুর প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের আগেই উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। ইতোমধ্যে মধ্যম আয়ের দেশ থেকে দেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে চলেছে।
শুক্রবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ২ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হয়েছে।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনুভা নাশতারান।
Leave a Reply