মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে নতুন করে ৪ জন ‘করোনা’য় আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৩তে দাঁড়ালো।
রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা ইশতিয়াক আল মামুন জানান, ৮ জুন কিছু নমুনা প্রেরণ করা হয়। এর মধ্যে ৪ জনের ‘করোনা’ শনাক্ত হয়েছে। তবে দুই জন পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার অধিবাসী। তারা মাধবপুর উপজেলা হাসপাতালে নমুনা দিয়েছিলেন। অন্য দুইজনের একজন মাধবপুর থানার স্টাফ। আরেকজন পৌরসভার গুদামপাড়ার বাসিন্দা।
মাধবপুরে আক্রান্তদের মধ্যে এপর্যন্ত সুস্থ হয়েছেন ১১ জন।
Leave a Reply