হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ধান ক্ষেত থেকে পুলিশ হাত পা বাঁধা অবস্থায় সেলিম মিয়া (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।
বুধবার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সেলিম মিয়া উপজেলার সুন্দ্রাদিল গ্রামের এলাম খাঁর ছেলে।
মাধবপুর থানার উপ পুলিশ পরিদর্শক মমিনুল হক জানান, মঙ্গলবার সেলিম মিয়া মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এলাকারর লোকজন বুধবার ভোরে সুন্দ্রাদিল এলাকার একটি ধান ক্ষেতে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে খুন করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে গেছে।
Leave a Reply