মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর ইউনিয়ন ক্রীড়া সংস্থা আয়োজিত ধর্মঘর ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তোফাজ্জল স্পর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার বিকেলে ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন দল সোয়াবই আব্দুর নূর স্পর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, বিশিষ্ট ব্যবসায়ী রাজিব কুমার বণিক রাজু। ধর্মঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহাম্মেদ পারুল, সাধারণ সম্পাদক মিজবাউল বার পলাশ, আওয়ামী লীগ নেতা কাউছার আহামেদ, উপজেলা যুবলীগের সহ সভাপতি আবু তাহের, সাংবাদিক সানাউল হক চৌধুরী শামীম, হামিদুর রহমান, দুলাল ছিদ্দিক, শেখ জাহান রনি, যুবলীগ নেতা রাজা মিয়া, মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শাহিনূর রহমান, সহ সভাপতি শাহিনূর রহমান জাকু ও প্রচার সম্পাদক জাকির হোসেন।
Leave a Reply