মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে ধর্মঘর ডিগ্রি কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান আতিক। ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইমরান আহামেদ তরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাউল বর পলাশের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টিপু , উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো আপন মিয়া, আওয়ামী লীগ নেতা কাউছার আহামেদ প্রমুখ।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
Leave a Reply