মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বাজারে দরজা ভেঙ্গে একটি মুদি দোকানের মালামাল ও নগদ টাকা লুট করা হয়েছে। এ সময় দুর্বত্তরা অপরাধের প্রমাণ মুছে ফেলতে সিসি ক্যামেরার হার্ডডিস্ক চুরি করে নিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে হাজী জেনারেল স্টোরের মালিক মনির হোসেন দোকান খুলে দেখতে পান, পিছনের দরজা ভাঙা। দোকানের মালামাল ও নগদ টাকা নেই। পরে দেখা যায়, দুর্বৃত্তরা দোকানে লাগানো সিসি ক্যামেরার হার্ডডিস্কও চুরি করে নিয়ে গেছে।
বহরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, দুর্বৃত্তরা নগদ অর্থসহ ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। সকালে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঘটনাস্থল পরির্দশন করেছেন।
Leave a Reply