মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে আলোচিত ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে পুলিশ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে।
এর মধ্যে সোমবার দুপুরে ডাকাত সজল হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডাকাতির ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গত ২৪ অক্টোবর রসুলপুর গ্রামের রৌশন আলীর বাড়িতে ডাকাতি হয়। এই ঘটনায় মাধবপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাদুঘর এলাকায় অভিযান চালিয়ে এই গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে তকদীর ও ফরিদ মিয়ার ছেলে হেলাল মিয়াকে গ্রেফতার করে। এছাড়া রবিবার রাতে উপজেলার বেজুড়া গ্রামের আব্দুল্লাহর ছেলে সজলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সজলের দেওয়া স্বীকারোক্তি মতে পুলিশ লুণ্ঠিত ৫৪ হাজার ৯০০ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে।
Leave a Reply