তন্দ্রা দেব রায়, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার, ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার দলগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার দলগাঁও গ্রামের প্রবাসী ফারুক মিয়ার সঙ্গে একই গ্রামের হামিদ মিয়ার পূর্ব বিরোধ চলছিল। এর জের ধরে ঘটনার দিন সন্ধ্যায় হামিদ মিয়ার সঙ্গে ফারুক মিয়ার গাছ কাটা নিয়ে ঝগড়া হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রবাসী ফারুক মিয়া ও তার ভাতিজা রবি মিয়া গুরুতর আহত হন।
আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারুক মিয়াকে মৃত ঘোষণ করেন। অন্যদিকে আশংকাজনক অবস্থায় রবি মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply