মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমোহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের বাছির মিয়ার স্ত্রী রেহেনা বেগম এক দালালের প্রলোভনে পড়ে সৌদি আরবে গিয়ে বিপাকে পড়েছেন।
বাছির মিয়া গত ২২ এপ্রিল মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন, উপজেলার মঙ্গলপুর গ্রামের লিটন দাস তার স্ত্রীকে বাসার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে সৌদি আরবে পাঠায়; কিন্তু সেখানে যাওয়ার পর দীর্ঘদিন রেহেনা বেগমের কোন খোঁজ মিলছিলনা। হচ্ছিলনা পরিবারের সঙ্গে কেনো যোগাযোগ। ফলে স্বজনরা গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন।
তবে প্রায় ১৫ দিন আগে হঠাৎ রেহেনা বেগম তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে সক্ষম হন। এ সময় জানান, তিনি খুবই কষ্টে আছেন। তাকে যেন উদ্ধারের ব্যবস্থা করা হয়।
এর পরিপ্রেক্ষিতে বাছির মিয়া লিটন দাসের সঙ্গে যোগাযোগ করেন; কিন্তু লিটন দাস তাতে কর্ণপাতই করেননি। তাই অসহায় স্বামী বিপাকে পড়া স্ত্রীকে উদ্ধারে উপজেলা প্রশাসনের শরণাপন্ন হয়েছেন।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সল জানান, রেহেনা বেগমকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply