মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে নোয়াহাটি এলাকায় নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহাম্মেদ, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সহকারী কমিশনার-ভূমি মহিউদ্দিন আহামেদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল হোসেন খান।
Leave a Reply